Wellcome to National Portal
Main Comtent Skiped


Glance

১৯৮১ইং সনের ২৩ ফেব্রুয়ারী এই প্রতিষ্ঠানের ভিত্তিশীলা স্থাপন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তৎকালীন কৃষি ও বন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) নুরুল ইসলাম । 
ইনস্টিটিউট সংলগ্ন পূর্ব পাশে হর্টিকালচার সেন্টার ও আঞ্চলিক ইক্ষু গবেষণা কেন্দ্র, দক্ষিণে আঞ্চলিক পরমানু কৃষি গবেষণা কেন্দ্র এবং প্রায় এক কিলোমিটার পূর্ব দক্ষিণে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের অবস্থান।

কৃষি ডিপ্লোমা শিক্ষা কার্যক্রম
১৯৮৩ ইং সালের প্রথম পর্যায়ে দু বৎসর মেয়াদী কৃষি ডিপ্লোমা কোর্স চালু হয়। 
১৯৮৯-৯০ শিক্ষা বৎসরে এ কোর্সকেই তিন বৎসর মেয়াদী কৃষি ডিপ্লোমা কোর্সে উন্নীত করা হয়। 
২০০১ - ২০০২ শিক্ষা বৎসরে চার বছর মেয়াদী আট সেমিষ্টারে ডিপ্লোমা কোর্সটি চালু করা হয়।

এক নজরে

মোট আয়তন: ২০.৮৬ একর
ভবন: ৬ একর
আবাদি জমি:  ৯.৩৬ একর (ছাত্রদের ব্যবহারিক প্লট : ৩.৩০ একর)
রাস্তাঘাট: ১.৫ একর
পুকুর : ১.৫ একর
খেলার মাঠ: ২.২০ একর
বাগান: ০.৩০ একর

 

 

 

ভিজিটর সংখ্যা
web counter