Wellcome to National Portal
Main Comtent Skiped


recent

করোনা ভাইরাস এর প্রাদুর্ভাব নিয়ন্ত্রনে মাননীয় প্রধানমন্ত্রী ও কৃষি মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে-

 

  • ৮০ % জমিতে আউশ আবাদ করা হয়েছে।
  • প্রায় সকল জমিতে আউশের আবাদ করা হয়েছে।
  • আবাদযোগ্য জমিতে একাধিক ফসলের চাষ করে ফসলের নিবিড়তা বাড়ানো হয়েছে
  • পততি জমি চাষের আওতায় আনা হয়েছে।
  •  পুকুর পাড়, রাস্তার পাশ ইত্যাদি জমেিত সজনে ,লেবু, পেঁপে ইত্যাদি চাষ করা হয়েছে। 
  • মাঠ ফসলের আইলে নিরাপদ সবজি চাষ করা হয়েছে।
  • তেল জাতীয় ফসল (সরিষা,সূর্যমূখী) আবাদ করা হয়েছে ।
  • দুই/ তিন স্তর বিশিষ্ট(Multy layered) এবং আগাম ফসল চাষের ফলে শস্যের নিবিড়তা বাড়ানো হয়েছে।
  • অত্র প্রতিষ্ঠানে সবজির উৎপাদন বাড়ানো হয়েছে এবং সকল সবজিই নিরাপদ।

 

এছাড়াও-

 

  • প্রত্যেক শিক্ষার্থীর জন্য আলাদা ছোট ছোট ব্যবহারিক প্লট
  • বীজ থেকে বীজ পর্যন্ত সকল কাজ নিজের হাতে সম্পাদন
  • নিজের হাতে বালাই ব্যবস্থাপনা অনুশীলন(আইপিএম পদ্ধতির উপর জোর)
  • বহুমূখী ফসলের  আবাদ (বিগত রবি মৌসুমে প্রায় ৪৫টি ফসল আবাদ হয়েছে)
  • আধুনিক চাষবাদ প্রযুক্তি ও কলাকৌশল অনুশীলন
  • প্রতি মৌসুমে প্রধান প্রধান ফসলের শস্য মিউজিয়াম স্থাপন।
  • ভাসমান বেডে সবজি চাষ।
  • ছাদ বাগান স্থাপন।
  • বিদেশী ফলের আবাদ যেমন- তিন, যাইতুন, ড্রাগন ইত্যাদি চাষ।
  • চা,কফি,কাজু বাদাম চাষ।
  • পোকার চিড়িয়াখানা স্থাপন।
  • আলোক ফাঁদ ব্যবহার।
  • আমনে দেরীর দুষ্ট চক্র ভেদ কৌশল রপ্তকরণ।

 

 

ভিজিটর সংখ্যা
web counter